মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বনপাড়ার পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ারে বার্ষিক ক্রীড়া ও নবীনবরণ অনুষ্ঠিত

নাটোরের বনপাড়ার পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ারে বার্ষিক ক্রীড়া ও নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বনপাড়া এস পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া, নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বিজ্ঞান ও রোবটিক্স মেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান চত্বরে দুই ব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রউফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গৌরপদ মন্ডল, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা সহ বিভিন্ন সুধীজন, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।

আরও দেখুন

বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …