সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / নাটোরের বনপাড়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সমাবেশ

নাটোরের বনপাড়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরে ডঃ এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বনপাড়ায় সমাবেশ ও মানববন্ধন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের মানুষ।

রবিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বামিহাল এলাকায় নর্থ বেঙ্গল সুগার মিলে একটি ফার্ম শহর সংলগ্ন এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ জানান। তারা জানান ভেতরে এলাকা হলেও সেখানে ২২ একর খাস জমি সহ ইক্ষু খামারের প্রচুর জমি রয়েছে। যেসব জমিতে আখ চাষ করে চিনি উৎপাদন করা হয় নর্থ বেঙ্গল সুগার মিলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থের বৃহৎ প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে শুধু ছবি নয়, জেলা সদরের দূরত্ব, দ্রুত নিরাপদ সড়ক নেটওয়ার্ক, নিরাপত্তা, অন্যান্য সুযোগ সুবিধা সহ সবকিছু মাথায় রেখে পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …