সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক 

নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় সোহাগ ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল ১৯ এপ্রিল রাত নয়টার দিকে উপজেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত সোহাগ ইসলাম উপজেলার তিরাইল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। 

এলাকাবাসী জানায়, ১৯ এপ্রিল শুক্রবার রাত ৯ টার দিকে সোহাগ ইসলাম মোটরসাইকেল যোগে  মানিকপুর থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। মানিকপুর থেকে মহাসড়কে ওঠার সময় একটি দ্রুতগামী যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই রাত দশটার দিকে তার মৃত্যু হয়। বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়েছি এবং ঘটনাস্থলের দিকে পুলিশ রওনা দিয়েছে। পুলিশ তদন্ত করে ঘাতক যানকে সনাক্ত করার চেষ্টা করবে। মরদেহ এখনো তার গ্রামের বাড়িতে পৌঁছায়নি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …