রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের বড়াই গ্রামে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত আহত ১ 

নাটোরের বড়াই গ্রামে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত আহত ১ 

নিজস্ব প্রতিবেদক:

নাটোর বড়াইগ্রামে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় মোজাম্মেল হোসেন(৪৫) মোজা নামে এক ভ্যানচালক নিহত হয়েছে । এসময় মিজান নামে ভ্যানের যাত্রী আহত হয়েছেন। আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের অগ্রান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হোসেন বড়াইগ্রামের পরকোল গ্রামের মৃত শাহাদাত আলী ছেলে এবং আহত মিজান(৩০) উপজেলার নুরদহ এলাকার আহমেদ আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলিমুল ইসলাম জানান, আজ সকালে মোজাম্মেল হোসেন ভ্যান নিয়ে আগ্রান এলাকার ফিডার রোড থেকে আগ্রাণ স্কুলের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মোঃ মোজাম্মেল হোসেন মারা যান। এই ঘটনায় ভ্যানের যাত্রী মিজান গুরুতর আহত হন। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহত মিজানকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করে।

পুলিশ ভ্যানচালক মোজাম্মেল হোসেনের মরদেহ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছে। এরপরে ময়নাতদন্তের জন্য তাকে নাটোর আধুনিক সদর হাসপাতাল মরগে প্রেরণ করা হবে। পুলিশ ঘাতক ট্রাকটিকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …