নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
আগামী ১৪ ফেব্রুয়ারি নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে আইন শৃংখলা ও নির্বাচন আচরণবিধি সংক্রান্ত এক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
নির্বাচনে গোলযোগ করার সুযোগ কেউ পাবেনা বলে মন্তব্য করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।সোমবার সকালে বড়াইগ্রাম পৌরসভা চত্বরে অনুষ্টিত এই মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা , জেলা নির্বাচন অফিসার মোঃ আছলাম, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম,বড়াইগ্রাম উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব, বড়াইগ্রাম থানার অফিসার ইনর্চাজ আনোয়ারুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী মাজেদুল বাড়ী নয়ন, বিএনপি মনোনিত প্রার্থী ইসাহাক আলী সহ ১৬ জন সংরক্ষিত মহিলা ও ৩৭জন সাধারণ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রার্থীরাও নিয়ম মেনে সুষ্ঠু নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রাম পৌর নির্বাচনে কেউ গোলযোগ করার সুযোগ পাবেনা-লিটন কুমার সাহা
আরও দেখুন
বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া…………..নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৫৫) নিহত হয়েছে। আজ ৬ …