সোমবার , ডিসেম্বর ৩০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বড়াইগ্রাম থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোরের বড়াইগ্রাম থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


বিশেষ প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম থেকে ইয়াবাসহ বিলু এবং শাকিল নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যে ছয়টার দিকে উপজেলার কয়েন বাজার এলাকা থেকে তাদের ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৬ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার পূর্ব কয়েনবাজার এলাকার মৃত কফছের আলির ছেলে বিলু এবং একই এলাকার বকলেস আহমেদের ছেলে শাকিল।

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ (নাটোর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কয়েন বাজার পূর্ব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয় কালে বিলু এবং শাকিলকে ২৯০ পিস ইয়াবা এবং ০৬ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই মাদকদ্রব্য সংরক্ষণ এবং বিক্রয়ের কথা জনসমক্ষে স্বীকার করে।

এরপর তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা …