রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রাম থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নাটোরের বড়াইগ্রাম থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রাম থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ নয়ন (২৮)কে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল ২৬ মে রোববার রাত সোয়া নয়টার দিকে উপজেলার খোর্দ্দকাছুটিয়া খেজুরতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নয়ন উপজেলার খোর্দ্দকাছুটিয়া গ্ৰামের মোঃ রায়হান এর ছেলে। র‍্যাব-৫ সিপিসি -২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, ১৮ মে নাটোরের বড়াইগ্রাম উপজেলার খোর্দ্দকাছুটিয়া গ্ৰামে একটি গণধর্ষণের ঘটনা ঘটে।

ওই ঘটনায় পরের দিন ১৯ মে ভিকটিম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলার দায়েরের পরে নয়ন পলাতক ছিল। এই মামলায় বড়াইগ্রাম থানা র‍্যাবকে আসামি গ্রেফতারে অধিযাচনপত্র প্রদান করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব গতকাল ২৬ মে রোববার রাত সোয়া নয়টার দিকে উপজেলার খোর্দ্দকাছুটিয়া খেজুরতলা মোড় থেকে পলাতক প্রধান আসামি মোঃ নয়নকে গ্ৰেফতার করে। পরে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম গত ১৮ মে সকাল সাতটার দিকে অভিমান করে নিজ বাড়ি হতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে। ঢাকা যাওয়ার পরে ভিকটিম নিজের ভুল বুঝতে পেরে পুনরায় বাড়ি ফেরার জন্য ওই বাসে বসে থাকে এবং মামলার ২নং আসামী মোঃ ফরিদুল (২৮) এর সাথে ভিকটিমের পরিচয় হয়। পরে ওই দিন রাত এগারোটার দিকে ভিকটিমকে বনপাড়া বাইপাসে বাস থেকে নামিয়ে ফরিদুল খোর্দ্দকাছুটিয়ার একটি ভুট্টাক্ষেতের মধ্যে নিয়ে যায়। সেখানে অন্যান্য আসামীদের সহায়তায় মামলার প্রধান আসামী মোঃ নয়ন অন্যান্য সহযোগী আসামীগণ জোর পূর্বক ভিকটিমকে ধর্ষণ করে ভূট্টাক্ষেতে ফেলে রেখে যায়।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …