মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মহত্যা

নাটোরের বড়াইগ্রামে স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক. বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী ফিরোজা বেগমে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে বড়াইগ্রাম উপজেলার মহানন্দা গাছা টানপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বড়াইগ্রাম থানাধীন মহানন্দা গাছা টানপাড়া গ্রামের হযরত আলীর স্ত্রী ফিরোজা বেগম (৪৫) রান্নাঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধানে জানা যায় মৃত মহিলাটি তিন সন্তানের মা। তার স্বামী প্রায় ৫/৬ বছরপূর্বে দ্বিতীয় বিবাহ করে। দ্বিতীয় বিয়ে করার পর হতে ফিরোজা বেগম কে ঠিকমতো ভরণ-পোষণ দেয় না এবং প্রায় সময় অত্যাচার এবং মারধর করত। ফিরোজা পরের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করত মর্মে জানা যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …