নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে নাটোর জেলা শাখার প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটি।
বুধবার সকাল ১০ টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে উপজেলার জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি টিপু সরকারের বহিষ্কারের দাবিতে এ মানববন্ধন করে। ওই প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম অফিস পিয়ন ফারুক হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিদ্যালয় সভাপতিকে বহিষ্কারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দপ্তরি কল্যাণ সমিতির নাটোর জেলার সাধারণ সম্পাদক সবুজ হসেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সোসাইটির ঢাকা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক গোলাম হোসেন, সিংড়া উপজেলা দপ্তরী কাম প্রহরী সোসাইটির সভাপতি দুলাল হোসেন, রনি আহম্মেদ, মহাররম হসেন প্রমুখ।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামে স্কুল কমিটির সভাপতির বহিষ্কারের দাবিতে মানববন্ধন
আরও দেখুন
পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …