সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত ১

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত ১

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক সম্রাট নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু মেহেদি হাসান। আজ ১৩ জুলাই দুপুর আড়াইটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে রয়না ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক সম্রাট পাবনা জেলার টেবুনিয়া দাপুনিয়া এলাকার বাসিন্দা। আহত মেহেদী কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার কদমতলী এলাকার জনৈক মফিজুর রহমানের ছেলে। বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, আজ দুপুরে প্রাইভেট কারযোগে সম্রাট এবং তার বন্ধু মেহেদী পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের রয়না ফিলিং স্টেশন এর কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে কারটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হন প্রাইভেট কারের চালক সম্রাট এবং তার বন্ধু মেহেদী হাসান। খবর পেয়ে বনপাড়া ফায়ার স্টেশন এর উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে বনপাড়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন। আহত মেহেদী হাসান ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …