নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আবেদিন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত এবং ইমরান বাবু (২৭) নামের আরোহী আহত হয়েছেন। আজ অদ্য ১৩ নভেম্বর দুপুর পৌনে দুইটার দিকে বড়াইগ্রাম থানাধীন বনপাড়া হতে হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস সংলগ্ন মহাসড়কের ফারুকের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবেদিন সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিয়ালকোল গ্রামের মোহর আলীর ছেলে।
পুলিশ জানায়, আবেদিন ও ইমরান বাবু নামের দুই মোটরসাইকেল আরোহী নাটোর থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। বনপাড়া হতে হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস সংলগ্ন মহাসড়কের ফারুকের দোকানের সামনে পৌঁছালে ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি দেখে মোটরসাইকেল হার্ড ব্রেক করে। এসময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে দুই জনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বনপাড়ার আমিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবেদীনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলে থাকা অপর আরোহী ইমরান বাবুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
আরও দেখুন
পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …