নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শেখ কামাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নিরবতা পালন, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারন সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সরকারী অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, বনপাড়া পুলিশ ফাঁড়ির আইসি রাশেদুল ইসলাম প্রমুখ।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
আরও দেখুন
নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …