নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে লসিমন গাড়ী উল্টে চাপা পড়ে পিয়াস(১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস উপজেলার চামটা গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে জোনাইল চামটা রোডে দুবলি জোলা নামক স্থানে তারা কয়েকজন বন্ধু মিলে বসেছিল। এ সময় একটি ভ্রাম্যমাণ ধান ভাঙ্গানো মেশিন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় উল্টে যায়। এতে পিয়াস ওই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তবে ওই ভ্রাম্যমান ধান ভাঙ্গানো মেশিনের গাড়িচালককে আটক করা যায়নি।
আরও দেখুন
গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে প্রশংসায় ভাসছেন
ইউএনও প্রভা নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,শীতে জুবুথুবু মানুষ। স্বল্প আয় ও দুস্থ্যদের তো কষ্টের সিমা নেই। …