নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরে বড়াইগ্রামে মৌখাড়া বাজারে ভয়াভয় অগ্নিকান্ড। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট। সাথে কাজ করে পুলিশ সাধারন মানুষ। মৌখাড়া বাজারে সুজন এন্টারপ্রাইজ ও আল মামুন এন্টারপ্রাইজ শাহমুখদুম ওয়ার্কসপে বিকাল ৪ টার দিকে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় বলে ধারনা করছেন ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ধারনা করা যাচ্ছে কোটি টাকার ওপর। শাহমুখদুম ওয়ার্কসপের পরিচালক জানান, সুজন ও আল মামুন এন্টারপ্রাইজে সাত থেকে আটশত পিচ গ্যাস সিলিন্ডার ছিলো। ডিজেল ও পেট্রোল কয়েক হাজার লিটার। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে হ্যান্ড অক্সিজেন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে প্রাথমিকভাবে। সম্ভব না হলে ফায়ারসার্ভিস ৩ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …