রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বড়াইগ্রামে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় ৩ জনকে আটকাদেশ দিয়েছে আদালত                  

নাটোরের বড়াইগ্রামে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় ৩ জনকে আটকাদেশ দিয়েছে আদালত                  

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে ধর্ষণ মামলায় আকাশ ইসলাম(১৭), তুজাম দেওয়ান (১৬) ও মোঃ রানা(১৬) তিন জনের প্রত্যেককে ১০ বছর করে আটকাদেশ দিয়েছে আদালত। আজ ২৯ এপ্রিল সোমবার সকালে এই রায় প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম। 

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান এবং মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ মার্চ উপজেলার নগর মৎস্যজীবী পাড়ায় ওই মানসিক বুদ্ধি প্রতিবন্ধী নারী বিকেল তিনটার দিকে খালের পাড়ে হাঁটছিল। এর সময় আকাশ ইসলাম, তুজাম দেওয়ান এবং রানা তাকে খালপাড়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চেঁচামেচিতে লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে ভিকটিমের ভাই বাদী হয়ে ওই বছরের ২২ মার্চ বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের ৪ বছর পর ৩ আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। 

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …