সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে হেরোইন বহনের দায়ে জুয়েল আলী নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশও দিয়েছেন আদালত বলে জানান, সরকারী কৌশূলি। আজ দুপুরে নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ মাইনুদ্দীন আসামীর উপস্থিতে এ রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত জুয়েল আলী (৩৭) চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার শাহীবাগ এলাকার রমজান আলীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, জুয়েল আলী ২০২১ সালে ১৯ জুন ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি নোহা মাইক্রোবাস যোগে অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এমন সংবাদে বড়াইগ্রাম থানা পুলিশ বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসায়। এসময় সেই মাইক্রোবাসটি সেখানে আসলে সেটি থামিয়ে জুয়েল আলীর দেহ তল্লাশী করে তার প্যান্টের ডান পকেট থেকে এক প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখনো মতে গাড়ির সিটের সাথে বিশেষ কায়দায় রাখা আরো দুই প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। এঘটনায় পুলিশ বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। নাটোর জজ কোর্টের এপিপি (সরকারী কৌশূলি) এ্যাড. মিজানুর রহমান জানান, মামলা দায়েরের পর সাক্ষ্য প্রমান শেষে জুয়েল আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে সন্তুষ্ট রাষ্ট পক্ষ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …