বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসায় নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসায় নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে গোপনে নিয়োগ বানিজ্যের মাধ্যমে ৫টি পদে নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া ইসলামপুর গুনাইহাটি ফাযিল ডিগ্রী মাদ্রাসার গেটে মানববন্ধন করেন এলাকার শতাধীক ছাত্র,অভিভাবকবৃন্দ ও সচেতন মহল।

এ সময় তারা দূর্নীতিবাজ, অর্থলোভী, বদমেজাজী, দুঃশ্চরিত্র, অত্র মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী প্রিন্সিপাল মাওলানা ওসমান গণির অপসারণের দাবি জানান। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, রবিউল করিম সরদার, রহিম মুন্সি, মোতালেব মজুমদার ও ব্যবসায়ী শামছুদ্দিন শেরশাহ।

এ সময় তারা অভিযোগ করে বলেন মাদ্রাসা কর্তৃপক্ষ অতন্ত্য গোপনীয়তা রক্ষা করে স্থানীয় ব্যক্তিদের প্রাধান্য না দিয়ে আর্থিক ভাবে প্রভাবিত হয়ে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে অবৈধ নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ণ করার অচেষ্টায় মরিয়া হয়ে উঠেছে।তবে মাদ্রাসার প্রিন্সিপাল তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,, কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার …