মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে মাটিবাহি ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত

নাটোরের বড়াইগ্রামে মাটিবাহি ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে মাটি বাহি ট্রাক্টরের চাপায় শান্ত নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। আজ ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ঃ০০ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের নওগ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ওই এলাকারই আসমত প্রামাণিকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের নবগ্রামে রাস্তা পার হচ্ছিল শিশু শান্ত। এই সময় দ্রুতগামী একটি মাটিবাহি ট্রাক্টর তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে ই শান্ত নিহত হয়। দুর্ঘটনার পরে এর চালক পালিয়ে গেলেও এলাকার বিক্ষুব্ধ জনগণ সেই ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …