নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ঔষধ ফার্মেসীতে ও রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারের বিভিন্ন ফার্মেসী, মুদিদোকান ও মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ মারিয়াম খাতুন।
এসময় বেশ কয়েকটি ফার্মেসী ও মুদিদোকানিকে বিভিন্ন মামলায় জরিমানা করা হয়। এছাড়া দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে দোকানদারদের নির্দেশনা দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মারিয়াম খাতুন জানান, রমজানে বাজার তদারকি সহ জনসচেতনতামূলক সকল অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …