বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল কাউসার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কয়েন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সামিউল একই এলাকার আবু সাইদের ছেলে এবং পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী জানায়, সামিউল সন্ধ্যা সাতটার দিকে ইলেকট্রিক কেটলিতে পানি গরম করতে গিয়েছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় সামিউলকে উদ্ধার করে দ্রুত বনপাড়া পাটোয়ারী জেনারেল ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …