শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় বিসিআইসি সার ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় বিসিআইসি সার ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় আবুল হোসেন তালুকদার (৫৫) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহেমদপুর এলকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ী উপজেলার বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে ও বিসিআই সারের ডিলার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সার ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার বাড়ি থেকে মোটরসাইলে করে নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে আহমেদপুর এলাকায় রাহেলা মেমোরিয়াল হাসপাতালের সামনে বেপরোয়া গতির একটি অজ্ঞাত বাস মোটর সাইকেল সহ আবুল হোসেন তালুকদারকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন তালুকদারের মৃত্যু হয়। ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, অজ্ঞাত বাসটি সনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, আবুল হোসেন তালুকদার অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান সার ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর ফলে সার ব্যবসার ক্ষেত্রে একজন দক্ষ মানুষকে হারালো এলাকাবাসী।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …