বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তারেক নামে ট্রাকের চালক নিহত ও আহত হয়েছে ১৫ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া গাজী অটো রাইস মিলের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক তারেকের বাড়ি রাজবাড়ী জেলায় বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে নাটোরের দিকে আসছিল। একই সময়ে নাটোরের দিক থেকে ঢাকাগামী একটি এলপিজি সিলিন্ডার বাহি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গাজী অটো রাইস মিলের পাশে আসলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক চালক তারেক ঘটনাস্থলেই নিহত হয়। বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রেরণ করে। নিহত চালক তারেকের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …