সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ভাইস চেয়ারম্যান আতা

নাটোরের বড়াইগ্রামে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ভাইস চেয়ারম্যান আতা

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রামঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা তার নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। যে সকল পরিবার চক্ষুলজ্জার কারণে মুখ ফুটে চাইতে পারছে না কোন সাহায্য, তাদেরকে চিহ্নিত করে এবং তৎসহ অসহায় পরিবারের মধ্যে ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা সঙ্গীয়দের নিয়ে রাতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তবে এই খাদ্য সামগ্রী বিতরনের সময় গ্রহীতার ছবি না উঠাতে তিনি সঙ্গীয়দের ও উপস্থিত সাংবাদিকদের নিষেধ করেন।

শুক্রবার রাতে তিনি কালিকাপুর এলাকায় বিভিন্ন বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সামগ্রী হাতে আতাউর রহমান আতা অসহায় পরিবারের দরজায় নক করে ডেকে বলেন, আমি আতা চেয়ারম্যান একটু সহায়তা নিয়ে এসেছি প্লিজ দরজা খুলেন। পরিচয় পেয়ে পরিবারের প্রধান বেরিয়ে এসে তা গ্রহণ করেন।

ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা জানান, ব্যক্তিগত টাকায় পাঁচশত পরিবারের জন্য খাদ্য সামগ্রী কেনা হয়েছে। পর্যাক্রমে উপজেলার সর্বত্র প্রকৃত অসহায়দের এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …