বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বড়াইগ্রাম উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা সহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় জন্মশতবার্ষিকী উদযাপনে বিশদ আলোচনা শেষে শিশু সমাবেশ, শিশু চিত্রাংকন, রচনা, গল্পবলা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণী ও রাতে আলোকসজ্জা সহ বিভিন্ন কর্মসূচী চূড়ান্ত করা হয়। 

আরও দেখুন

বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …