সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বড়াইগ্রামে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের বড়াইগ্রামে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম থেকে ২২ বোতল ফেন্সিডিলসহ বাবুল আকতার (৩৬) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত বাবুল আকতার বড়াইগ্রাম থানা মোড়ে এলাকার মোজাহার আলীর ছেলে।

র‌্যাব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ সিপিসি-২ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এস পি মাসুদ রানার নেতৃত্বে শনিবার ১৯ ডিসেম্বর রাত আটটায় বড়াইগ্রামের ধামানীয়া পাড়া মাদ্রাসা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

এ ঘটনায় নাটোর জেলার বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …