নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ৪৮৭ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪৮৭ বোতল ফেনসিডিলসহ তাকে করা হয়। আটক নজরুল টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাজিপুর গ্ৰামের মৃত মুসা শেখের ছেলে।
র্যাব-৫, রাজশাহী সিপিসি-২ (নাটোর) ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালানো হয়।
এসময় ওই ট্রাকে বিশেষ কায়দায় রাখা আমদানি নিষিদ্ধ ৪৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। এ সময়ে নজরুলকে ওই ফেনসিডিল বহনের জন্য হাতেনাতে আটক করা হয়। পরে ট্রাকে রক্ষিত ওই ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে নজরুল জনসমক্ষে শিকার করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নজরুলকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।