রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নৌকা সমর্থক

নাটোরের বড়াইগ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নৌকা সমর্থক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নৌকা সমর্থক মোহাম্মদ আলম মোল্লা। আজ ১০ নভেম্বর বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়াড়গাড়ফা গ্রামে এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলম মোল্লা একই এলাকার আরশেদ মোল্লার ছেলে। আলম মোল্লা জানান, আজ ১০ নভেম্বর বুধবার দুপুরে মাঠে ঘাস কাটার সময় আড়াইটার দিকে অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে এলোপাতাড়ি কোপ মেরে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আলম মোল্লা নিজেকে নৌকার সমর্থক বলে দাবি করে জানান, কয়েকদিন ধরেই চশমা মার্কার লোকজন তাকে প্রাণনাশ করার হুমকি ধামকি দিয়ে যাচ্ছিল। তাদের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক আনিসুর রহমানে ভাড়াটিয়া লোকজন দিয়ে এমন ঘটনা ঘটানো হয়েছে। নৌকা সমর্থকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।

এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী আনিসুর রহমান খেচুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে বড়াইগ্রাম থানা পুলিশ জানায়, তারা এখনো অভিযোগ পাননি। পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও দেখুন

বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …