আবু মুসা (বড়াইগ্রাম থেকে)
নাটোরের বড়াইগ্রামে বকশিস না পেয়ে হাইওয়ে পুলিশ কর্তৃক পিকআপের দড়ি কেটে ৩৫ হাজার ১০০টি ডিম নষ্টের ঘটনায় কেন ১০ লাখ টাকা ক্ষতিপূরনের নির্দেশ দেয়া হবেনা, ৪ সপ্তাহের মধ্যে তা জানতে চেয়েছে হাইকোর্ট।
একই সাথে নাটোরের বনপাড়া হাইওয়ে থানার তৎকালিন ওসিসহ ঘটনার সাথে জড়িত ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে কেন শাস্তির নির্দেশ দেয়া হবেনা তা জানতে স্বরাষ্ট্র সচিব ও হাইওয়ে পুলিশের বগুড়া জোনের এসপিকে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি হাইওয়ে পুলিশের কাছে বাদি যে আবেদন করেছে তা আগামি ৩০ দিনের মধ্যে নিস্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্থ ডিম মালিক বিপ্লব কুমার সাহার দায়েকৃত রীটের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ আজ এ রুল জারি করেন।
গত ১৬ মে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায় ২০ হাজার টাকা বকশিস না পেয়ে দুর্ঘটনা কবলিত ডিমবাহী একটি পিকআপের দড়ি কেটে দিয়ে ৩৫ হাজার ১শ’ ডিম রাস্তায় ফেলে নষ্ট করে নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশ।
আরও দেখুন
নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,, কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার …