সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বড়াইগ্রামে ধর্ষণ চেষ্টার অভিযোগে রুটি বিক্রেতা আটক

নাটোরের বড়াইগ্রামে ধর্ষণ চেষ্টার অভিযোগে রুটি বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাজেদুর রহমান (৪৫) নামে এক রুটি বিক্রেতাকে আটক  করেছে পুলিশ। সোমবার উপজেলার আহম্মেদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাজেদুর রহমান জেলার সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামের আস্তুল প্রামাণিকের ছেলে। সাজেদুর আহম্মেদপুর বাসস্ট্যান্ডে রুটি বানিয়ে বিক্রি করে বলে জানা গেছে। 

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান,গত বুধবার বিকালে সাজেদুর রহমান পাশের বিলে ঘাস কাটতে যাবার সময় তার প্রতিবেশী মেয়েটিকে সাথে ডেকে নিয়ে যান।পরে বিলের ভেতরে একটু নির্জন স্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।এ সময় মেয়েটির চিৎকার শুনে কিছু দূরে কাজে ব্যস্ত কৃষি শ্রমিকেরা এগিয়ে এলে সাজেদুর দৌড়ে পালিয়ে যান।মেয়েটি বাড়িতে এসে তার অভিভাবকদের জানালে তারা থানায় মামলা দায়ের করেন।পরে সোমবার তাকে আটক করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …