বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রামের জোনাইল বাজারে দুটি বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেকারি পণ্য জব্দ এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এস এমন জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ এর যৌথ নেতৃত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ এর নেতৃত্বে একটি অপারেশন দল নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন জোনাইল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল বিপুল পরিমান বেকারী পন্য(ডালডা, সিঙ্গারা, আটা-ময়দা, চিনি-স্যাকারিন, এলাচ ও দুধের স্বাদ,সুগন্ধি মশলা, নকল লেবেল, নকল সিল) তৈরীর দায়ে উপজেলার জোনাইল গ্ৰামের লুৎফর রহমানের ছেলে শিমুল(৩০), মৃত ওসমান গনির ছেলে আব্দুর রহিম (৬০), আব্দুর রহমানের ছেলে সাগর (২২), কে ভ্রাম্যমান আদালত কর্তৃক গ্রেফতারকরা হয় । ভ্রাম্যমান আদালতের নির্দেশে শিমুল বেকারীর মালিক শিমুল(২২)কে পঞ্চাশ হাজার টাকা এবং সাগর বেকারীর মালিক আব্দুর রহিম (৬০)কে পঞ্চাশ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা আদায় সহ মালামাল জব্দ করা হয়।
আরও দেখুন
বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …