নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক হেলপারের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। আজ ১ মে ভোর পৌনে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, আজ ভোর পৌনে ছয়টার বড়াইগ্রাম থানাধীন বনপাড়া হতে পাবনা মহাসড়কের ০৬ নং গোপালপুর ইউনিয়ানের গোপালপুর (সরকারপাড়া) নামক স্থানে মোঃ রফিকুল ইসলাম এর বাড়ির সামনে মহাসড়কের উপর নাটোর হতে পাবনা গামী মামুন স্পেশাল পরিবহন যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ব ১১-৬৮৩০ ও পাবনা হতে নাটোর গামী BRTC পরিবহন যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ব ১৫-৪৯৯৬ মুখোমুখি সংঘর্ষ হয়।
BRTC গাড়ির হেলপার এর পা ঘটনাস্থলে কেটে পড়ে যায় অপর গাড়ির হেলপার গুরুতর আহত হয় এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে বনপাড়া ফায়ার সার্ভিস উপস্থিত হয় হয়ে বিআরটিসি গাড়ির অজ্ঞাত হেলপারকে তাদের গাড়িতে করে চিকিৎসার জন্য নিয়ে যায়।
উক্ত দুর্ঘটনায় রাস্তার উভয় পার্শ্বে আনুমানিক ৪ হতে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে বনপাড়া হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে মহাসড়কের উপর থাকা দুর্ঘটনায় কবলিত উভর গাড়ি সরকারী রেকার দ্বারা অপসারণের চেষ্টা করছেন।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক হেলপারের পা বিচ্ছিন্ন
আরও দেখুন
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …