রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মহিষ বোঝাই ভুটভুটির সংঘর্ষে একজন নিহত ও পাঁচ জন আহত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মহিষ বোঝাই ভুটভুটির সংঘর্ষে একজন নিহত ও পাঁচ জন আহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সাথে মহিষ বোঝাই ভুটভুটির সংঘর্ষে রাকাই মন্ডল নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তঃত ৫ জন। গতকাল রোববার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার খেজুরতলায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকাই মন্ডল পাবনার চাটমোহর উপজেলার খতবাড়ী গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের উর্দ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, নাটোর থেকে পাবনার চাটমোহরগামী মহিষ বোঝাই একটি ভুটভুটির সাথে নাটোরগামী মাল বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ৫ জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। মরদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়। এ দুর্ঘটনায় আহতরা হলেন,পাবনার চাটমোহর উপজেলার কুয়াবাড়ী এলাকার মৃত রহমতের ছেলে নজরুল ইসলাম,আপেল সরদারের ছেলে ভুটভুটি চালক শরিফ সরদার ও আদু মন্ডলের ছেলে আজিজ মন্ডল, একই এলাকার আনিসুর রহমান ও সিরাজুল ইসলাম। এদের মধ্যে আজিজ মন্ডলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …