সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের বড়াইগ্রামে ট্রাক্টর চোর চক্রের ৬সদস্য আটক

নাটোরের বড়াইগ্রামে ট্রাক্টর চোর চক্রের ৬সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১টি চোরাই ট্রাক্টর উদ্ধার করা হয়।

গতকাল ১১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাগডোব এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল একটি অপারেশন দল সিংড়া থানার একটি এজাহারের ভিত্তিতে গতকাল ১১ আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে বড়াইগ্রামের বাগডোব গ্রামে এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় চোরাই ট্রাক্টরসহ মতিউর রহমান (২৩), জাহাঙ্গীর আলম (৩৫), সাকিব হোসেন (২০),রাকিবুল ইসলাম (২৪), সোলেমান আলী (২৬), আরিফুল ইসলাম(২৫) নামের চোর চক্রের ছয় সদস্যকে গ্ৰেফতার করা হয়। উলেখ্য যে, গত ১০ আগস্ট সন্ধ্যা সাতটা থেকে ১১ আগস্ট সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সময়ের মধ্যে সিংড়া উপজেলার শুলাকুরা গ্রামের জনৈক সোহাগ হোসেনের ক্রয়কৃত ৪ চাকারসোনালিকা ট্রাক্টরটি সিংড়া গলগলিয়া বাজারে জনৈক মোঃ রফিকুল ইসলাম এর দোকান ঘরের দক্ষিণ থেকে চুরি হয়ে যায়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …