নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় হাসনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছে রবিবার সকাল পৌনে দশটায় উপজেলার বনপাড়া- পাবনা মহাসড়কে গড়মাটি রশিদ অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসনা বেগম উপজেলার গড়মাটি মাঝি পাড়া গ্রামের আকছেদ আলীর স্ত্রী। বনপাড়া হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান আজ রবিবার সকাল পৌনে দশটার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গড়মাটি রশিদ অটো রাইস মিলস এর সামনে রাস্তা পার হতে চায় এ সময় পাবনা থেকে বনপাড়া গ্রামীণ একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই হাসনা বেগম মারা যান পুলিশ মরদেহ উদ্ধার করে বনপাড়া আহারে পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছে। হাসনা বেগমের স্বামী আখসেদ একজন বাকপ্রতিবন্ধী।
তিনি গড়মাটি তে অবস্থিত রশিদ অটো রাইস মিলে ঝাড়ুদারের চাকরি করে। হাসনা বেগম তার স্বামীর সাথে দেখা করার জন্য অটো রাইস মিলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
আরও দেখুন
গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও
নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …