শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নাটোরের বড়াইগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে এ উপলক্ষে বনপাড়া বাইপাস মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে ও টাউন ইন্সপেক্টর কেরামত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মটর মালিক সমিতির সভাপতি প্রফেসর আব্দুর করিম, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, বনপাড়া পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিন ও বোরহান উদ্দিন ভুইঁয়া, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি মোস্তফা ব্যাপারী,  বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমুখ। সভায় বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …