বৃহস্পতিবার , নভেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের বড়াইগ্রামে গৃহবধুকে উত্যক্তের জেরে সংঘর্ষে আহত ১০, আটক ২

নাটোরের বড়াইগ্রামে গৃহবধুকে উত্যক্তের জেরে সংঘর্ষে আহত ১০, আটক ২

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
বড়াইগ্রামে গৃহবধুকে উত্যক্তের জের ধরে সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এই ঘটনায় আটক গোপালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আওয়ামী ’লীগ নেতা ইয়ারুল ইসলাম এবং সাবেক মেম্বার ও উপজেলা বিএনপির সদস্য নাহারুল ইসলামকে বুধবার কোর্টে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিবপুর গ্রামের উজ্জল হোসেন প্রামাণিক তার প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে সোমবার ঐ প্রবাসীর ছোট ভাই সালাউদ্দিন মন্ডল নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে উজ্জল তাকে মারপিট করে। এর জের ধরে মঙ্গলবার তর্ক বিতর্কের এক পর্যায়ে বর্তমান ও সাবেক মেম্বারের নেতৃত্বে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে নাহারুল ইসলাম মন্ডল (৪৩) ও ইয়ারুল ইসলাম প্রামাণিক (৪২) কে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়াসহ আফতাব উদ্দিন মন্ডল (৫৫) কে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, কমর উদ্দিন মন্ডল (৫৩), নজরুল ইসলাম মন্ডল (৪০) ও রেজাউল করিম মন্ডল (৪৫) কে নাটোর সদর হাসপাতালে এবং হাবিবুর রহমান প্রামাণিক (৩০), হারেছ প্রামাণিক (৪৫), রাজু (২৫) ও পান্না (২২) কে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার আটক দুজনকে কোর্টে পাঠানো হয়েছে।

আরও দেখুন

নাটোরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামের,,,,,,,,,,কুষ্টিয়া মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার …