রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে কলেজছাত্রকে গুলি করে হত্যা, মোটরসাইকেল ছিনতাই

নাটোরের বড়াইগ্রামে কলেজছাত্রকে গুলি করে হত্যা, মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে গুলি করে কলেজছাত্র আমিনকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আমিন উপজেলার মকিমপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল চারটার দিকে আমিন তার মোটরসাইকেল যোগে মকিমপুর এর বাড়ি থেকে নগরের দিকে যাচ্ছিল। এমন সময় রাস্তায় তিন দুর্বৃত্ত তার পথ আগলে কাছ থেকে গুলি করে। গুলিবদ্ধ অবস্থায় আমিন রাস্তায় ঢলে পড়লে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়। ইতোমধ্যে এলাকাবাসী আমিনকে উদ্ধার করে দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। পুলিশ কাউকে আটক করতেও সক্ষম হয়নি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …