নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে জুয়েল রানা (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাতের কোনো এক সময় তার নিজ একটি ঘরের তীরের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওদাপাড়া গ্রামে। জুয়েল একই এলাকার দুলাল প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল এবং তার বাবা দুলাল প্রামানিক দুজনেই মোটর গাড়ির চালক। করোনাভাইরাস সংক্রমণের কারণে তারা গাড়ি চালাতে পারছে না। সংসারে অভাব অনটন দেখা দেয়ায় স্ত্রীর সাথে তার বাকবিতণ্ডা হয়। পরে রাতে সকলের অজান্তে কোন এক সময় বাড়ির একটি ঘরের তীরের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে সে। সকালে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন ডাকাডাকি করে। কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …