সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের বড়াইগ্রামে এক যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে এক যুবকের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রামে আব্দুল আওয়াল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মাছগাঁও ইউনিয়নের আটোয়া গ্রামের মোতালেবের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল আওয়াল ওই একই গ্রামের আহসান খলিফার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত ৯ টার পর থেকে আব্দুল আওয়ালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পায়নি। সকালে বাড়ির পাশের মোতালেবের আমবাগানে উলঙ্গ অবস্থায় আব্দুল আউয়াল এর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তবে মৃত্যুর কারণ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …