সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে ইয়াবা সহ একজন আটক

নাটোরের বড়াইগ্রামে ইয়াবা সহ একজন আটক

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে ইয়াবা সহ মোঃ বুদু মোল্লা (৪৭) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। গতরাত পৌনে চারটার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক বুদু মোল্লা লালপুর উপজেলার শিবনগর (নাংলা) গ্রামের মৃত আজের মোল্লার ছেলে। আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সুপারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানাধীন বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় চেক পোষ্ট স্থাপন করে ডিবি পুলিশ।

চেকপোস্ট চলাকালে যানবাহন তল্লাশী করে ঢাকা হতে বাঘাগামী সুপার সনি বাসের যাত্রী মোঃ বুদু মোল্লাকে ১০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত বুদু মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …