শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বড়াইগ্রামে ইয়াবাসহ আটক এক

নাটোরের বড়াইগ্রামে ইয়াবাসহ আটক এক


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ইয়াবাসহ শহিদুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করেছে র‌্যাব। আজ ২১ জুন সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক শহিদুল ইসলাম বাগাতিপাড়া উপজেলার নন্দীকুজা চিথলীপাড়া এলাকার মৃত আবুল কাশেম মোল্লার ছেলে। 

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর  ক্যাম্প জানায়, র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল আজ ২১ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম  এরনেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সেখান থেকে ১৯৫ পিসইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলামকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে  জানা যায় যে, সে জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার বড়াইগ্রাম  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায়  মামলা রুজুকরা হয়েছে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …