নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের ভবানীপুরে আবু সাঈদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এই পাঠাগারের উদ্বোধন করেন নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাজেদুর রহমান খাঁন।
পাঠাগার ও ওয়ার্ড আ’লীগের সভাপতি মনির পাটোয়ারীর সভাপতিত্বে ও ইমান হোসেন খোকন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর ইউপি’র সাবেক চেয়ার্যমান ও জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দ্দার, জোয়াড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, প্রবীণ আ’লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, চান্দাই ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম আতাউর রহমান জিন্নাহ’র সহধর্মিনী শাহানাজ পারভীন প্রমুখ।
পরে ভবানীপুর কাচারীপাড়া নির্মানাধীন শাহী জামে মসজিদ এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাজেদুর রহমান খাঁন।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …