নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া ড্রিম আবাসিক হোটেল থেকে মঙ্গলবার বিকেলে লাবনী নামের এক তরুণী সহ তিন জনকে আটক করেছে পুলিশ। লাবনী গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার মানিক মিয়ার মেয়ে। ওই হোটেল থেকে আটককৃত অপর ২ জন হলো ড্রিম আবাসিক হোটেলের পরিচালক ও উপজেলার কাছুটিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন সেন্টু এবং হোটেল ম্যানেজার উজ্বল (২৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার তৌহিদুল ইসলাম জানান, অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের বাহির থেকে তালাবদ্ধ ৯ নং কক্ষ থেকে তরুণী লাবনী খাতুন ও হোটেল পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। দরজার তালা ভেঙ্গে তাদেরকে আটক করা হয়। এছাড়া অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে হোটেল ম্যানেজার উজ্বলকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …