নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
দেশ যখন করোনা ভাইরাসে লকডাউন তখন পেটের দায়ে কস্ট করছে সাধারণ মানুষ। সরকারী যে অনুদান আছে তার তালিকায় থাকছে না কিছু দিন এনে দিন খাওয়া মানুষ। এদের তালিকায় পরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার শফিউল্লাহ সরদারের ছেলে সামাদ সরদার। সামাদ সরদারের পরিবারে লোকসংখ্যা ৬জন। যাদের আহারের মূল উৎস একমাত্র সামাদের অটোভ্যান। যাও এখন পুলিশের আওতায় আটক। কি হবে এখন সেই ভ্যানচারক সামাদের।
জানা যায়, গত ২দিন যাবৎ সামাদের পরিবারে জ্বলেনি রান্নার চুলা। অনাহারে থাকতে না পেরে অবশেষে ভ্যানটি নিয়ে রাস্তায় বের হতে হয় সামাদকে। আর রাস্তায় বের হওয়া মাত্রই সামাদের ভ্যান আটক হয় পুলিশের হাতে। পরে অনেক অনুনয় মিনতি করেও সামাদ ছাড়াতে পারেনি ভ্যানটি।
এ ব্যাপারে সামাদের বাড়িতে গেলে তার মা কান্নায় ভেঙ্গে কান্নাজর্জরিত কন্ঠে বলেন, আমার পরিবারে ৬জন সদস্য আমরা আজ ২দিন যাবৎ কিছুই খায়নি। এটা তো কেউ দেখেনা। আমি আমাদের এলাকার ওয়ার্ড সদস্য হেলালের কাছে গিয়েছিলাম কিন্তু তিনি আমাদের কোনো অনুদান না দিয়ে বিভিন্নভাবে অপমান করে তাড়িয়ে দেয়। আবার বলে তোমাদের জন্য অনুদান আসেনি অনুদান এসেছে দেকানদারদের জন্য তোমারা লুকিয়ে ভ্যানচালিয়ে সংসার চালাও। এতে আমরা কিছু করতে পারবো না।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে অসহায়ের সম্বল কেড়ে নিয়েছে পুলিশ, দু’দিন ধরে অনাহারে পরিবার
আরও দেখুন
বড়াইগ্রামে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে ৬টি ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের …