বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের গলাকাটা ব্রিজের পুলিশ বক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গতকাল  পুলিশ বক্সে অসুস্থ মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তিটি আশ্রয় নেয়। সকাল থেকে দুপুর হয়ে গেলেও তার নড়াচড়া টের না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে এসে আমরা মরদেহটি উদ্ধার করি। যেহেতু এখন করোনা প্রাদুর্ভাবের সময় তাই নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মরদেহটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …