সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বড়াইগ্রামের ১৮ জন সহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল

নাটোরের বড়াইগ্রামের ১৮ জন সহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের ১৮ জন সহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সেনাবাহিনীর বরখাস্ত রিসালদার মোসলেহ উদ্দিন খান ওরফে মোসলেম উদ্দিন খানসহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভার সুপারিশের ভিত্তিতে তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গত ৫ই জানুয়ারি গেজেট হয়েছে, যা আজ রবিবার প্রকাশ করা হয়।

গত ১৯শে নভেম্বর জামুকার সভায় মোসলেহ উদ্দিনসহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সুপারিশ করা হয়। সেই সুপারিশের প্রেক্ষিতে তাদের সনদ বাতিল করে গেজেট প্রকাশ করা হল।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁদ মোহাম্মদ (গেজেট-৬৭২), ওসমান আলী (গেজেট-৭২৭), জাকির হোসেন (গেজেট-৭২৮), আ. কাদের মোল্লা (গেজেট-৬৮২), আ. রহমান (গেজেট-৭০১), আ. জব্বার (গেজেট-৭০৩), সরদার মো. বয়েত রেজা (গেজেট-৭১৩, সনদ-৭২৬৪৪), শামসুল হক (গেজেট-৬৪১), মৃত সিরাজুল ইসলাম (গেজেট-৬৮৩), আ. গফুর খান (গেজেট-৬৮৪), শফি উদ্দিন (গেজেট-৭১২), নাজিম উদ্দিন (গেজেট-৬৭৫), আ. রব (গেজেট-৫৬৪), জামাত আলী (গেজেট-৬৫৯), আ. সামাদ (গেজেট-৬৮৫), আফজাল হোসেন (গেজেট-৬৮৮), আ. আউয়াল (গেজেট-৫৪৮), রফিকুল ইসলাম (গেজেট-৬৮৬), মৃত আনছার আলী (গেজেট-৬৯৩), মৃত নুরুল ইসলাম (গেজেট-৬৯৬)

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …