শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামের রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

নাটোরের বড়াইগ্রামের রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোর প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামের রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন পিঞ্জুর অনাচার, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দূর্নতিসহ নানা অপকর্মেও কথা তুলে ধওে তাকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগিরা। বৃহস্পতিবার বিকেলে শহরের একটি রেষ্টুরেন্টে এলাকার ভুক্তভোগিদের আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মনিরুল ইসলাম মনির।

এ সময় অন্যান্য ভুক্তভোগিদের মধ্যে ছিলেন রবিন হোসাইন,নজরুল ইসলাম, ইলিয়াস পারভেজ, ভেকু মালিক তরিকুল ইসলামসহ অন্যান্যরা। মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত লিখিত বক্তব্যে দাবী করা হয় শিক্ষক সারোয়ার হোসেন পিঞ্জুর অত্যাচাওে এলাকার মানরুষ অতিষ্ঠ। তিনি চাকরী দেওয়ার নাম কওে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। চাকরী না পেয়ে তারা তাদের টাকা ফেরৎ চাইলে তাদেরকে মারপিট ও মিথ্যা মামলার হুমকি দেন। এলাকার বিল গরিলা খননের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ পেলেও শিক্ষক সারোয়ার হোসেন পিঞ্জু ভেকু দিয়ে খনন কাজ করে ভেকু মালিক তরিকুলকে ভেকু ভাড়া না দিয়ে সে টাকা আত্মসাৎ’ করেন। ভেকু মালিক বাধ্য হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে বড়াইগ্রামি থানায় অভিযোগ দায়ের করেছেন। স্কুল মাঠ সংলগ্ন ডোবা ভরাট করার জন্য টাকা বরাদ্দ হলেও তিনি ডোবা ভরাট না কওে আত্মসাৎ করেছেন। স্কুলে জমিতে হাট বসানো ছাড়াও বিভিন্ন জনের কাছে লিজ দিয়ে সেসব অথ আত্মসাৎ করেছেন। নিজের পক্ষাঘাতগ্রস্ত চাচা নিজাম উদ্দিনকে স্কুল কমিটির সভাপতি বানিয়ে তার স্বাক্ষরে জাল কওে স্কুলের সমস্ত আর্থিক ও দাপ্তরিক কাজ সমাধা কওে থাকেন। শিক্ষক সারোয়ার হোসেন পিঞ্জু তার নিজের স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে ৭ লাখ টাকা নিয়েছেন।

এছাড়াও তিনি বিভিন্ন জনকে চাকরী দেওয়ার নামে বিপুল অর্থেও টাকা নিরয়ে তাদেও চাকরী না দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। ওইসব ভুক্তভোগিরা তার কাছে টাকা ফেরৎ চাইলে তিনি তাদেরকে মারপিট ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখেন। এসব বিষয়ে ক্ষতিগ্রস্থ অন্তঃত ১১ জন বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে আদালতেও প্রতারণা ও জালিয়াতির মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পাওনাদারদের ফাঁকি দিয়ে গাঢাঁকা দেওয়ায় তার স্কুলের সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে। মনিরুল ইসলাম মনির বলেনএলাকার ভুক্তভোগী মানুষের পক্ষে কথা বলার কারণে শিক্ষক সারোয়ার হোসেন পিঞ্জু তার ওপর ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষক সারোয়ার হোসেন পিঞ্জু বৃহস্পতিবার নাটোর শহরে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে নানা মিথ্যা তথ্য পরিবেশন করেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে সুবিধা নিচ্ছেন যা সম্পূর্ণভাবে মিথঅ। তিনি কখনই কোথাও স্বরাষ্ট্র মন্ত্রীর নাম ব্যবহার করেননি। প্রকৃতপক্ষে ভুক্তভোগী মানুষের পক্ষে কথা বলার কারণে শিক্ষক সারোয়ার হোসেন পিঞ্জু তার প্রতিপক্ষ হয়ে উঠেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগিরা তার কথায় সমর্থন জানিয়ে শিক্ষক সারোয়ার হোসেন পিঞ্জুকে তার এসব কর্মকান্ডের জন্য গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …