সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বড়াইগ্রামের মোবারক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত

নাটোরের বড়াইগ্রামের মোবারক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের মোবারক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। শুক্রবার বেলা এগারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি জানান চতুর্ভুজ প্রেমের দ্বন্দ্বে খুন হয়েছেন মোবারক।

১৫ জুন বিকেলে উপজেলার টিকোরী বিলে গরু চড়াতে গেলে তার তিন বন্ধু রশিদ, জিহাদ, আসাদুল এবং প্রেমিকা আরিফা মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ ওই দিনই ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ১৬ জুন নিহতের স্ত্রী রানী বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে পুলিশ চাঞ্চল্যকর ও লোমহর্ষক এই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ইতিমধ্যে আরিফা, আসাদুল ও রসিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …