রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বড়াইগ্রামের দুটি দোকান কে ভোক্তা অধিকারের জরিমানা

নাটোরের বড়াইগ্রামের দুটি দোকান কে ভোক্তা অধিকারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজার এলাকায় দুইটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ১০ আগস্ট বেলা এগারোটার দিকে উপজেলার লক্ষীকোল বাজার এলাকায় মের্সাস শেখ ট্রেডাসকে চাউল এর মূল্য নিধারিত মূল্যের চেয়ে বেশী নেওয়ার অপরাধে ৪৫ ধারা মোতাবেক ৫ হাজার টাকা ও মের্সাস বিসমিল্লাহ ট্রেডাসকে মৃল্য তালিকা না থাকার অপরাধে ৩৮ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সহকারী পরিচালক শামসুল আলম জানান, প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার প্রত্যেকটি এলাকায় অভিযান চালাচ্ছেন।তারই অংশ হিসাবে আজ বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন বড়াইগ্রাম থানার পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …