সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের পুকুরে বিষ প্রয়োগে ১৩ লক্ষাধিক টাকার মাছ নিধন

নাটোরের পুকুরে বিষ প্রয়োগে ১৩ লক্ষাধিক টাকার মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। আজ সকালে সদর উপজেলার পণ্ডিত গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রাম বটতলা এলাকায় মাছ চাষী জহুরুল ইসলাম তার ১৩ বিঘা পুকুরে মাছ চাষ করেছিলেন।

আজ সকালে গিয়ে পুকুরে দেখেন সব মাছ মরে ভেসে আছে। তিনি জানান, দুর্বৃত্তরা তার পুকুরে গ্যাস ট্যাবলেট অথবা বিষ প্রয়োগ করে প্রায় ১৬৫ মণ মাছ নিধন করেছে। এতে তার আনুমানিক ক্ষতি পরিমাণ ১৩ লক্ষাধিক টাকা। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …